ওয়েব ডেস্ক : শ্লীল না অশ্লীল? এই ঘটনায় যেন সেই বিভেদটা কোনও ভাবেই খাটে না। কারণ সেখানে যা ঘটল, তাকে অশ্লীলতার কোনও পর্যায়ে রেখে বিচার করা হবে তা হয়তো জানা নেই কারোরই। মঞ্চে চলছে উদ্দাম নাচ তা রীতিমতো চোখ দিয়ে গিলছেন মেহেফিলে উপস্থিত কয়েশো দর্শক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শিশু নির্যাতনের অভিযোগে আটক আশ্রমের মহারাজ


সম্প্রতি খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ মাধ্যমে। জায়গাটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা। রাত তখন বেশ কিছুটা বেড়েছে। প্রকাশ্য জলসায় এক যুবতী নাচছে। আর তার শরীর থেকে ধীরে ধীরে সমস্ত পোশাক খুলে দিচ্ছে এক যুবক। রাত আরও বাড়তেই সম্পূর্ণ নগ্ন ওই যুবতী। অশ্লীল ওই নাচের ভিডিও বাইরে আসতেই বর্তমানে তা ভাইরাল। ভিডিওটি আমাদের কাছেও এসে পৌঁছেছে। তবে, ছবিগুলো দেখেই বুঝতে পারছেন ভিডিওটি প্রকাশ করার অযোগ্য। তাই তা প্রকাশ করা গেল না। তবে যারা করছে করুক।