ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। উত্তরবঙ্গের ৮ জেলার মানুষ বিপদে আপদে ছুটে আসেন এই হাসপাতালে। তাঁদের মধ্যে নিম্নবিত্ত ও গরিব মানুষের সংখ্যাই বেশি। কিন্তু সেখানে চিকিত্‍সা করাতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয় তাঁদের?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাসপাতালের SNCU ওয়ার্ডে দেখা গেল, পুরো বিভাগেই চলছে ফেলো কড়ি মাখো তেল কালচার। সদ্যোজাত পুত্রসন্তানের মুখ দেখতে হলে বাবাকে গুণতে হবে কড়কড়ে ৮০০ টাকা। কন্যাসন্তানের ক্ষেত্রে রেটটা একটু কম।  ৩০০ থেকে ৫০০ টাকা। অভিযোগ, আগে হাতে নোট না পেলে সদ্যোজাতকে পরিষ্কার করতেও রাজি হন না আয়ারা। সরকারি হাসপাতালের ওয়ার্ডের ভিতর এতটাই তাদের দাপট!


তারপরেও আছে নানা বায়নাক্কা। সদ্যোজাতর জন্য কাপড় জোগাড়, মায়ের খাবার এনে দেওয়া, ওষুধ কিনে আনা, যে কাজই তাঁরা করুন না কেন, পেশেন্ট পার্টিকে প্রতিবার ৫০ থেকে ১০০ টাকা করে দিতেই হবে। প্রতি পদক্ষেপে গুণতে হবে টাকা।


আরও পড়ুন, ধর্ষিতা কিশোরীর সঙ্গে চূড়ান্ত অসহযোগিতার 'উদাহরণ' পুলিসের!