ওয়েব ডেস্ক: কৃমিনাশক ওষুধে বিপত্তির ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট। ১০ দিনের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষা দফতরকে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের কৃমিনাশক ওষুধ দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি। কার নির্দেশে ওষুধ দেওয়া হয়েছিল? কে ওষুধ পরীক্ষা করেছিলেন? ওষুধে কী ছিল তা জানতে চেয়েছে আদালত। ১০ দিনের মধ্যে রিপোর্ট না দিলে স্বতঃপ্রণোদিত নির্দেশ দেবে আদালত।


স্বাস্থ্য দফতরের দেওয়া কৃমিনাশক ওষুধ খেয়ে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে প্রায় হাজার খানেক ছাত্রছাত্রী। তাদের মধ্যে অনেককে প্রাথমিক চিকিত্‌সার পর ছেড়ে দেওয়া হয়েছে। অনেক ছাত্রছাত্রী এখনও চিকিত্‌সাধীন। তাদের নিয়ে চিন্তায় তাদের পরিবার। কীকরে এমন হল, সেই প্রশ্নের এখনও কেউ উত্তর দিতে পারেনি।