ওয়েব ডেস্ক: থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবাধে লুঠপাট চালিয়ে গেছে আট দুষ্কৃতী। গতকাল রাতে আতঙ্কে ঘুমোতে পারেননি সোনারপুর বাজারের ব্যবসায়ীরা। বাজার এলাকায় ঘটা এই ডাকাতির ঘটনায় এবার আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। তার অটো করেই ডাকাতি করতে যায় দুষ্কৃতীরা। বাসন্তীর কাঁঠালবেড়িয়া থেকে গ্রেফতার হয়েছে আতিয় রহমান লস্কর।


এর আগে ঢুঁড়িতে ধরা পড়ে বাংলাদেশি দুষ্কৃতী লাবলু সর্দার। মঞ্জিলা খান নামে এক মহিলাকেও তার সঙ্গে গ্রেফতার করা হয়। মঞ্জিলার স্বামীই দুষ্কৃতীদের আশ্রয় দেয়। লাবলু সর্দারের থেকে একটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। (আরও পড়ুন- ১ লরি মাটি ১৫০০ টাকা, মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে ঘুম ছুটেছে বারাকপুর শিল্পাঞ্চলের)