মৃত্যু, হিংসা, মারামারি, বচসা, সব মিলিয়ে কেমন হল চতুর্থ দিনের ভোট
তৃতীয় দফার সুনাম এবার ধরে রাখতে ব্যর্থ কমিশন। রক্তাক্ত তৃতীয় দফায় ভোট। মুর্শিদাবাদের ডোমকলে হিংসার বলি ১। শাসক-বিরোধী সংঘর্ষে দিনভর উত্তপ্ত রইল বর্ধমানও। বাকি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এল দিনভর। কলকাতায় বাধার মুখে পড়ল সংবাদমাধ্যম। এন্টালিতে প্রকাশ্যে বচসায় জড়ালেন দুই হেভিওয়েট প্রার্থী। তবে অন্যত্র ভোট হয়েছে মোটের ওপর নির্বিঘ্নে।
ওয়েব ডেস্ক: তৃতীয় দফার সুনাম এবার ধরে রাখতে ব্যর্থ কমিশন। রক্তাক্ত তৃতীয় দফায় ভোট। মুর্শিদাবাদের ডোমকলে হিংসার বলি ১। শাসক-বিরোধী সংঘর্ষে দিনভর উত্তপ্ত রইল বর্ধমানও। বাকি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এল দিনভর। কলকাতায় বাধার মুখে পড়ল সংবাদমাধ্যম। এন্টালিতে প্রকাশ্যে বচসায় জড়ালেন দুই হেভিওয়েট প্রার্থী। তবে অন্যত্র ভোট হয়েছে মোটের ওপর নির্বিঘ্নে।
ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক বোমাবাজি শুরু হয়ে যায় শিরোপাড়ায়। গুলি-বোমার বলি হন সিপিএম কর্মী তহিদুল ইসলাম। গুলিবিদ্ধ হন রিন্টু শেখ ও আখতারুল নামে আরও দুই সিপিএম কর্মী। ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে সিপিএম। সিপিএম-কংগ্রেসের গণ্ডগোলেই দায়ী, পাল্টা দাবি তৃণমূলের। দক্ষিণনগরে বোমার আঘাতে জখম তৃণমূল কর্মী শরিফুল ইসলাম। অশান্তির জেরে ডোমকলের ১১টি বুথে পুনর্নিবাচনের দাবি তুলেছেন অধীর চৌধুরী।
ডোমকলের পাশাপাশি, উত্তপ্ত হরিহরপাড়াও। আক্রান্ত শাসক দল। ১২২ নম্বর বুথের সামনে মাথা ফাটল তৃণমূল কর্মী সফিউলের । অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে কংগ্রেস। ভোটে আশান্তির সাক্ষী বর্ধমানও। বেলা একটু গড়াতেই বোমাবাজি শুরু হয় হাতমুর গ্রামের ৮৩ নম্বর বুথের সামনে। জখম হন ৩ গ্রামবাসী। তাদের মধ্যে দু'জন সিপিএম ও একজন তৃণমূল কর্মী। মোড়গ্রাম ভোট দিতে যাওয়ার পথে আক্রান্ত লাল চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা। অভিযোগ, জনাকয়েক তৃণমূল কর্মী লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয়। মারধরের সময় আঘাত লাগে তাঁর কানেও। মঙ্গলকোটে ভোট দিতে যাওয়ার পথে আক্রান্ত সিপিএমের প্রাক্তন গ্রামপঞ্চায়েত প্রধান নব কুমার থান্ডার। অভিযোগ, পথে কয়েকজন তৃণমূল কর্মী ও সিভিক পুলিস তাঁর ওপর চড়াও হয়। রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় তাকে। বর্ধমান দক্ষিণে তৃণমূল পোলিং এজেন্টকে মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বাম কর্মীদের বিরুদ্ধে। বিবেকানন্দ কলেজের একটি বুথের ঘটনা।
মারধর, অশান্তির ভুরি ভুরি অভিযোগ উঠল নদিয়াতেও। ভোট দিতে গিয়ে মার খেলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। রেহাই পেলেন না বৃদ্ধাও। হিংসার শিকার ৮০ বছরের বৃদ্ধাও। নদিয়ার থানারপাড়া মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল সালিয়া বেগমের। চোখ রাঙানি, সংবাদমাধ্যমকে বাধা, হেভিওয়েট দুই প্রার্থীর বচসা । দিনভর উত্তপ্ত কলকাতাও। ভোটের খবর করতে গিয়ে বেলেঘাটায় বাধার মুখে সংবাদমাধ্যম। দেশবন্ধু স্কুলের সামনে অবাঞ্ছিত জমায়েতের অভিযোগ তোলে বিরোধীরা। সংবাদমাধ্যম ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয়। বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন কাশীপুর-বেলগাছিয়ার সিপিএম প্রার্থী কনীনিকা ঘোষ। বেলেঘাটার ৩২ নম্বর বুথে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলেন বামপ্রার্থী। বুথে বিরোধী এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ ঘিরে প্রকাশ্যে বচসায় জড়ালেন এন্টালির দুই হেভিওয়েট প্রার্থী। দেবেশ দাস ও স্বর্ণকমল সাহা। জোড়াসাঁকোতে ভোট দিতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দিনের শেষে নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেফতার হলেন কাশীপুরের দাপুটে তৃণমূল নেতা আনোয়ার খান।