ওয়েব ডেস্ক: বাড়ি ফিরলেন পরিতোষ দাস। গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বুকের হাড়ে এখনও একটা চিড় আছে। তবে তার জন্য হাসপাতালে ভর্তি থাকার দরকার নেই। জানিয়েছেন চিকিত্‍সকরা। আপাতত বাড়িতেই বিশ্রাম নিতে পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। বলা হযেছে ডায়মন্ডহারবার হাসপাতালে কয়েকদিন পরে গিয়ে চেকআপ করিয়ে নিতে যে, শরীর কেমন আছে। পরিতোষ কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এসএসকেএমে ভর্তি হতে পেরেছিলেন। চিকিত্সা করাতে পারলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তাঁর মন্তব্য, এরকম অভিজ্ঞতা যেন অন্য কারুর না হয়। দোষী চিকিত্সকদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি সরকার।