ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর বাড়িতে ছুটে হাসপাতালের বেড জুটল পরিতোষের। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। কিন্তু রোগী ফেরানোর ট্র্যাডিশন চলছেই। রোজ এরকম অসংখ্য পরিতোষকে বেড না পেয়ে ফিরে যেতে হচ্ছে এসএসকেএম থেকে। ফিরে যেতে হচ্ছে চিকিত্সা না পেয়ে। এরকমই একজন অঞ্জলি মণ্ডল। বাড়ি, হাওড়ার আমতায়। হৃদরোগের সমস্যা নিয়ে বুধবার সন্ধেয় এসএসকেএমে আসেন এই বৃদ্ধা। কার্ডিওলজি বিভাগ রেফার করে দেয় মেডিসিনে। মেডিসিন বিভাগের চিকিত্সকরা ভর্তির জন্য লিখে দেন। কিন্তু তাও এসএসকেএমের ঠাঁই হয়নি ষাটোর্ধ এই বৃদ্ধার। বেড অমিল। সারা রাত হাসপাতালের সিড়ির নীচে রাত কাটিয়ে বৃহস্পতিবার বিকেলে এসএসকেএম ছাড়তে হয় তাঁকে। পরিবারের লোকজন তাঁকে নিয়ে ফিরে যান গ্রামে।