পাস করানোর দাবিতে অধ্যক্ষকে শারীরিক হেনস্থা বালুরঘাট ল`কলেজে
পাস করানোর দাবিতে অধ্যক্ষকে শারীরিক হেনস্থা। জোর করে পদত্যাগ পত্র লিখিয়ে নেওয়ার অভিযোগ। বালুরঘাট ল`কলেজে ঘটনাটি ঘটেছে। রেজাল্ট বেরোনোর পর, দিন সাতেক ছুটিতে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুর্জয়কুমার দেব। আজ কলেজে আসতেই তাঁর ওপর চড়ান হন কয়েকজন ছাত্র। অধ্যক্ষ নিগ্রহের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। অধ্যক্ষ লিখিত অভিযোগ জানিয়েছেন। ছাত্ররা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
ওয়েব ডেস্ক: পাস করানোর দাবিতে অধ্যক্ষকে শারীরিক হেনস্থা। জোর করে পদত্যাগ পত্র লিখিয়ে নেওয়ার অভিযোগ। বালুরঘাট ল'কলেজে ঘটনাটি ঘটেছে। রেজাল্ট বেরোনোর পর, দিন সাতেক ছুটিতে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুর্জয়কুমার দেব। আজ কলেজে আসতেই তাঁর ওপর চড়ান হন কয়েকজন ছাত্র। অধ্যক্ষ নিগ্রহের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। অধ্যক্ষ লিখিত অভিযোগ জানিয়েছেন। ছাত্ররা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
অন্যদিকে, এবার চিড়িয়ামোড়। ফের বেআব্রু পুলিসেরই নিরাপত্তার ছবি। এবার রাতের শহরে, এক পুলিস সার্জেন্টের স্ত্রীর শ্লীলতাহানি। প্রতিবাদ করায় মেরে পুলিস অফিসারেরই চোখ-মুখ ফাটিয়ে দিল অভিযুক্তরা। ইউনিফর্মে ছিলেন ওই সার্জেন্ট। ছিল পুলিসের বাইক। তা সত্ত্বেও রেয়াত নয় পুলিসকেই!
কোন পর্যায়ে পৌছেছে দুঃসাহস! চাকরির নিয়মনীতিকেও থোড়াই কেয়ার। রাতের অন্ধকারে সিভিক ভলান্টিয়ারও বদলে যাচ্ছে দুষ্কৃতীর চেহারায়। হচ্ছেটা কী? আইনের রক্ষকরাই যদি এত অসহায় হয়, তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? রাতের শহর তো দূর, দিনেদুপুরেও তাঁরা পথে বেরোবেন কীভাবে? ফের সেই প্রশ্নই তুলে দিল চিড়িয়া মোড়ের ঘটনা।