ওয়েব ডেস্ক: তোলা না দেওয়া মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে পুলিস। মালদার কালিয়াচকের গোপালগঞ্জ ফাঁড়ির পুলিস এস আই দেবু চক্রবর্তীর বিরুদ্ধে মানবাধিকার কমিশনে এসে এমন অভিযোগ জানালেন ধৃতের পরিবার। জাল নোটের কারবারের অভিযোগে গ্রেফতার হয়েছে মালদার গোপালগঞ্জের বাসিন্দা দারুল মিঞাঁ। তাঁর পরিবারের অভিযোগ স্থানীয় গোপালগঞ্জ ফাঁড়ির এস আই দেবু চক্রবর্তী দারুল মিঞাঁর কাছে সাত লাখ টাকা দাবি করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মুর্শিদাবাদের ইসলামপুর থানার সীমান্ত এলাকা থেকে ধৃত দুই মণিপুরের যুবক


সেই টাকা স্বাভাবিকভাবেই দিতে পারে না দারুল মিঁঞা। আর টাকা দিতে না পারায় জাল নোটের মামলা শুরু করে পুলিস।  অভিযোগ জানানো হয়েছে মালদার পুলিস সুপারের কাছে।


আরও পড়ুন  তোলাবাজি ইস্যুতে মিনিবাস কর্মীদের সঙ্গে কথা বললেন আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি