ওয়েব ডেস্ক: নিয়ম মেনে গাড়ি চালাতে তারাও চান। তবে সেক্ষেত্রে তৈরি হয়েছে বেশকিছু সমস্যা। এমনই দাবি করছেন পুলকার মালিকদের একাংশ। তাদের দাবি, নির্দিষ্ট গাউডলাইন প্রকাশ করুক রাজ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বেআইনি পুল কার এবং স্কুলবাসের বিরুদ্ধে অভিযান কলকাতা PVD-র, আটক ৫০টি গাড়ি


নির্দেশিকা মানার জন্য অতিরিক্ত সময় মিলেছে সরকারের তরফে। তা সত্ত্বেও থেকে যাচ্ছে বেশকিছু সমস্যা। এমনই বলছেন পুলকার মালিকদের একাংশ। তারা বলছেন, স্কুলের বাচ্চা আনা-নেওয়ার ক্ষেত্রে স্কুল পারমিট অথবা কন্ট্রাক্ট ক্যারেজ পারমিট এর যে কোনও একটা থাকলেই পুলকারের কাজ করা যাবে। এটাই নিয়ম ছিল। স্কুল পারমিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। কন্ট্রাক্ট ক্যারেজ পারমিট থাকা সত্ত্বেও কয়েকজনের গাড়ি আটক করেছে পরিবহণ দফতর। ঠিক কী কারণে, তা নিয়ে ধোঁয়াশায় তারা।


এখানেই শেষ নয়, রয়েছে আরও বেশকিছু সমস্যাও। পুলকার মালিকদের একাংশের দাবি, নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করুক রাজ্য। প্রয়োজনীয় সমস্তরকম সহযোগিতার আশ্বাসও দিচ্ছেন তারা।


আরও পড়ুন পুলকার সংগঠনগুলিকে বাড়তি সময় দিল রাজ্য সরকার