ওয়েব ডেস্ক: কাল, শুক্রবার থেকে উঠে যাচ্ছে আলু ব্যবসায়ীদের ধর্মঘট। আজ,বৃহস্পতিবার বর্ধমানে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের  সিদ্ধান্ত নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আগামিকাল নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক রয়েছে আলু ব্যবসায়ীদের। বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রীরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলু ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার তাঁদের দাবি যথাযথভাবে বিচার করবে, এবিষয়ে আশাবাদী তাঁরা। সেই ভরসাতেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা।  রাজ্য সরকারের বেশ কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। টানা তিন দিন চলার পর প্রত্যাহার করা হল ধর্মঘট।


ধর্মঘট প্রত্যাহার করার খবরে স্বস্তি ফিরল।