ওয়েব ডেস্ক: অবশেষে কাটল জট। মেডিক্যালে অভিন্ন জয়েন্টে কেন্দ্রের অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি। ফলে, বিভিন্ন রাজ্য এবছরের মতো মেডিক্যালে ভর্তির জন্য আলাদা জয়েন্ট পরীক্ষা নিতে পারবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবশেষে স্বস্তির নিঃশ্বাস। কেন্দ্রীয় মন্ত্রিসভার আনা অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বেসরকারি মেডিক্যাল কলেজগুলির ২৫ হাজার আসনে ভর্তি নিয়ে বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ ওঠে।


শীর্ষ আদালত নির্দেশ দেয়, ডাক্তারি পড়ার জন্য অভিন্ন জয়েন্ট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্টের গণ্ডি টপকাতে হবে। ভিন্ন পাঠক্রম  ও  ভাষাগত সমস্যার কথা জানিয়ে আপত্তি তোলে ১৫টি রাজ্য। রাজ্যগুলির আর্জি মেনে অর্ডিন্যান্স আনে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অধ্যাদেশ প্রস্তাব পাশের পর  পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। সম্প্রতি উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসনের নির্দেশকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্বস্তির পর তড়িঘড়ি অর্ডিন্যান্সে সই করতে চাননি প্রণব মুখোপাধ্যায়। সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অর্ডিন্যান্স নিয়ে বেশকিছু ব্যাখা চান রাষ্ট্রপতি। তারপরই, চিন সফর শুরু আগে মঙ্গলবার সকালে কেন্দ্রের অধ্যাদেশে সই করলেন রাষ্ট্রপতি। স্বস্তিতে রাজ্যের ৮৫ হাজার মেডিক্যাল পড়ুয়া।


অভিন্ন মেডিক্যাল জয়েন্ট আরও একবছর পিছিয়ে যাওয়ায় ক্ষুদ্ধ কংগ্রেস। অর্ডিন্যান্সের জেরে এবছর রাজ্যের জয়েন্টের মাধ্যমেই মেডিক্যালে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। কিন্তু, কবে পরীক্ষা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।


রাজ্য জয়েন্ট্র এন্ট্রাস বোর্ড সূত্রে খবর, স্বাস্থ্য দফতর থেকে নির্দেশ এলেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেবেন তাঁরা। সেক্ষেত্রে আগের মতোই ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি ৩টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। কবে মেডিক্যাল জয়েন্টের দিন ঘোষণা হয় আপাতত সেইদিকেই তাকিয়ে রাজ্যের ৮৫ হাজার মেডিক্যাল পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীরা।