ওয়েব ডেস্ক : দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতির কনভয়। বাগডোগরা বিমানবন্দর যাওয়ার পথে সোনাদার কাছে আচমকাই পিছলে খাদে পড়ে যায় কনভয়ের সঙ্গে থাকা একটি পাইলট কার। আবাহাওয়া খারাপ থাকায় রাস্তা পিছল ছিল। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। উদ্ধার করা হয়েছে গাড়িতে থাকা পাঁচজনকেই।


তবে একজনের হাত ভেঙেছে বলে খবর। দুর্ঘটনার জেরে আটকে পড়ে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়িতেই অপেক্ষা করেন তাঁরা। উদ্ধারকাজে তদারকি করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ছিলেন কংগ্রেস সাংসদ তথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিত মুখোপাধ্যায় এবং কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। উদ্ধারের পর আহতদের হাসপাতালে পাঠানো হয়। এরপর ফের রওনা হয় রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর কনভয়।