ওয়েব ডেস্ক: হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য। টেটের সময়সীমা দেড় ঘণ্টা চেয়েছিল রাজ্য। টেটের সময়সীমা দেড় ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা করার নিদেশ দিল গিরীশ গুপ্তের ডিভিশন বেঞ্চ।


অন্যদিকে টেট নির্বিঘ্নে করতে আজ নবান্ন থেকে ভিডিও কনফারেন্স করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সব জেলার শিক্ষাআধিকারিকরা ছাড়াও বৈঠকে থাকবেন ডিএম, এসপিরা। ৪ অক্টোবর টেটের প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক। প্রস্তুতি ঠিকমত না হলে পরীক্ষার দিনও বদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।