কাটোয়া উপসংশোধনাগারে কয়েদিদের মধ্যে মারপিট
সিউড়ি সংশোধনাগারের পর, এবার কাটোয়া উপসংশোধনাগার। কয়েদিদের মধ্যে চলল ব্যাপক মারপিট। সংঘর্ষে জখম হয়েছে দুজন বন্দি।
ওয়েব ডেস্ক : সিউড়ি সংশোধনাগারের পর, এবার কাটোয়া উপসংশোধনাগার। কয়েদিদের মধ্যে চলল ব্যাপক মারপিট। সংঘর্ষে জখম হয়েছে দুজন বন্দি।
উপসংশোধনাগার সূত্রে খবর, খুনের অভিযোগে ধৃত কাটোয়ার তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখের সঙ্গে কাটোয়ার কেশিয়া থেকে ধৃত কুমার শেখ ও হাসিবুল শেখদের গণ্ডগোল বাধে। কুমার-হাসিবুলরা, জঙ্গল শেখের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত। দুপক্ষের কয়েদিদের মধ্যে মারপিট চলে।
খবর পেয়ে রাতেই উপ-সংশোধনাগারে যান SDPO এবং SDO। সেখান থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল। পুলিস সূত্রে খবর, এর মধ্যে একটি ফোন জেলবন্দি তৃণমূল কাউন্সিলরের কাছ থেকে মেলে। সংঘর্ষে আহত দুই বন্দির চিকিত্সা হয় উপসংশোধনাগারেই।
আরও পড়ুন, সল্টলেকে অনুমোদনহীন হোটেল ম্যানেজমেন্ট সংস্থায় অনিশ্চিত ভবিষ্যত!