ওয়েব ডেস্ক: ভাটপাড়া আসন নিয়ে জট আরও বাড়ল। প্রার্থী দিতে চলেছে সিপিএম। উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এটাই ঠিক হয়েছে। এর আগে প্রার্থী তালিকা ঘোষণার সময় আরজেডি প্রার্থী নূর মহম্মদের নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তার পর থেকেই অসন্তোষ দানা বাঁধতে থাকে উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের অন্দরে। এই আসনে সিপিএম প্রার্থী দিতে বদ্ধপরিকর থাকে জেলা সিপিএমের একটা বড় অংশ।


ভাটপাড়া আসনে আরজেডি প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ভাটপাড়ায় বিক্ষোভে সামিল হন জেলা সিপিএম কর্মী সমর্থকরা। এমনকী পরদিন আলিমুদ্দিনে গিয়েও বিক্ষোভ দেখান দলীয় কর্মীদের একাংশ। আলিমুদ্দিন থেকে বেরনোর সময় এই বিক্ষোভ দেখে ক্ষুব্ধ হন দলের পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। কিন্তু এদিনের বৈঠকের পর কার্যত জেলা সিপিএমের কাছে মাথা নত করতে হল আলিমুদ্দিনকে। আগামিকাল সিপিএম নেতা দীপেন্দ্র সাউয়ের নাম ঘোষণা করতে চলেছে সিপিএম। সেক্ষেত্রে আরজেডি প্রার্থীর ভবিষ্যত্‍ই এখন প্রশ্নের মুখে। শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন আরজেডি প্রার্থী নূর মহম্মদ।