ওয়েব ডেস্ক: এবার কেশপুর কলেজে অধ্যাপিকাকে হেনস্থার অভিযোগ উঠল। ওই কলেজেক রসায়ন বিভাগের অধ্যাপিকা অসুস্থতার জন্য কয়েকদিন ছুটি নিয়েছিলেন। ছুটির পর কলেজে যোগ দিলে তাঁর কাছে কৈফিয়ত চাওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন নেতা ওই অধ্যাপিকাকে ধাক্কাধাক্কি করে হাতের মোবাইল কেড়ে নেয় বলেও অভিযোগ উঠেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


ওরকম ধাক্কাধাক্কিতে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন ওই রসায়নের অধ্যাপিকা। পরে সুস্থ হয়ে গৌড়বঙ্গ কলেজের উপাচার্যের কাছে গোটা ঘটনা ইমেল করে অভিযোগ জানান তিনি। এরপর কলেজের কাছে রিপোর্ট তলব করেছেন উপাচার্য।


আরও পড়ুন  স্করপিন ডুবোজাহাজের নকশা সংক্রান্ত আরেক দফা গোপন নথি প্রকাশ!