মেজাজ হারিয়ে দলীয় কর্মীকেই সপাটে চড় রবীন্দ্রনাথ ঘোষের
বুথে বিরোধীদলের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। ভয় দেখানো হচ্ছে। অভিযোগ ছিল এমনই। এসবের মধ্যেই কথা বলতে বলতে মেজাজ হারান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি। নিজের দলের কর্মীর গালেই সপাটে চড় কষিয়ে দেন তিনি।
ওয়েব ডেস্ক : বুথে বিরোধীদলের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। ভয় দেখানো হচ্ছে। অভিযোগ ছিল এমনই। এসবের মধ্যেই কথা বলতে বলতে মেজাজ হারান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি। নিজের দলের কর্মীর গালেই সপাটে চড় কষিয়ে দেন তিনি।
নাটাবাড়ি কেন্দ্রে শাসকদলের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। সকাল সকাল ভোট দিতে পৌঁছে যান ১২৪ নম্বর বুথে, দক্ষিণ দাওয়াগুড়ি প্রাইমারি স্কুলে। বুথে বিরোধী এজেন্ট কেন নেই, তাঁকে প্রশ্ন করা হলে হামলা বা ভয় দেখানোর সমস্ত অভিযোগ উড়িয়ে দেন তিনি। বলেন, বুথে বসানোর জন্য লোক পাচ্ছে না বিরোধীরা। পরাজয় নিশ্চিত জেনেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী, পুলিসের একাংশের বিরুদ্ধেও একতরফা কাজের অভিযোগ তোলেন রবীন্দ্রনাথ ঘোষ। এসব নিয়ে কথা বলার মাঝেই হঠাত্ করে মেজাজ হারান নাটাবাড়ির তৃণমূল প্রার্থী।