ওয়েব ডেস্ক : আড়াই ঘণ্টা পর উঠল অবরোধ। ধীরে ধীরে স্বাভাবিকের পথে শিয়ালদা মেইন লাইন শাখায় ট্রেন চলাচল। লাইন পার হতে গিয়ে এক রেলযাত্রীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার বাঁধে সোদপুর স্টেশনে। যার জেরে শিয়ালদা মেইন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকালে সোদপুর স্টেশনে লাইন পেরোচ্ছিলেন এক যাত্রী। সে সময় বিনা ঘোষণায় একটি ট্রেন চলে আসে বলে অভিযোগ। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এই যাত্রীর। এরপর মৃতদেহ সরাতেও দেরি হয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা চড়াও হন স্টেশন মাস্টারের ঘরে। চলে ভাঙচুর। শুরু হয় রেল অবরোধ। ইট বৃষ্টি।  দিনের ব্যস্ত সময় অবরোধের জেরে আটকে পড়েন নিত্যযাত্রীরা। পরে পুলিসের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন যাত্রীরা।


আরও পড়ুন, 'ভাঙড়ে সাব-স্টেশন হলে বদলে যেত দক্ষিণবঙ্গে বিদ্যুত সরবরাহের চিত্র'