ওয়েব ডেস্ক: আজ বাড়ির বাইরে বেরিয়ে চারপাশটা দেখেছেন? কী সুন্দর লাগছে না? কালো হয়ে থাকা মেঘ। মাঝে-মাঝেই ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। খালিক পরে আবার শান্ত। কিন্তু খ্যাপাটে হাওয়া বইছেই অনবরত। বৃষ্টি অবশ্য সব জায়গায়, সবসময় হচ্ছে না।হঠাত্ই কোথাও কোথাও এক পশলা বৃষ্টি। আর এমন আবহাওয়া হঠাত করে কেটে যাওয়ার কোনও সম্ভাবনা আজ অন্তত নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পশ্চিমবঙ্গের নাম পাল্টাতে চাইছেন যাঁরা, তাঁদের ছোট্ট একটাই প্রশ্ন


আসলে, আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই। গতকালই জোরালো বৃষ্টি হয় দক্ষিণ কলকাতায়। আলিপুর আবহওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ জোরালে বৃষ্টির সম্ভাবনা। ঘুর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হচ্ছে।


আরও পড়ুন  সবং মামলায় মানস ভুঁইঞার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী