ওয়েব ডেস্ক: বৃদ্ধা সন্ন্যাসিনীর গণধর্ষণের পর কেটে গিয়েছে ছদিন। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কোনও অভিযুক্তের টিকির নাগাল পায়নি পুলিস। নিরাপত্তা এবং দোষীদের গ্রেফতারের দাবিতে আজ রানাঘাটজুড়ে বারো ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। স্বাভাবিক জনজীবনে খুব একটা প্রভাব না পড়লেও, বন্ধে স্বতঃস্ফূর্ত সামিল হয়েছিন ব্যবসায়ীরা। এলাকার প্রায় সব দোকানপাঠই বন্ধ। বন্ধ স্কুল কলেজ , শিক্ষা প্রতিষ্ঠানগুলোও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রানাঘাটে সিস্টারকে গণধর্ষণের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। গত চার বছরে একাধিক ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠলেও তাতে কর্ণপাত করেনন নি মুখ্যমন্ত্রী। আচমকা কেন এমন ভোলবদল?


বিরোধী নেত্রী থাকার সময়ে কোনও ঘটনা ঘটলেই সিবিআই নিয়ে সরব হতে দেখা যেত তাঁকে। কিন্তু, মুখ্যমন্ত্রী হওয়ার পর পুরোপুরি নিজেকে বদলে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সিবিআইয়ের নাম শুনলেই রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন। গত ৪ বছরে বেশকয়েকটি ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠেছে। শুরুতে যা মানেনি রাজ্য।