ত্রাণশিবিরেই ধর্ষিতা হলেন এক বন্যাদুর্গত। ক্যানিংয়ের জীবনতলায় ত্রাণশিবিরে গণধর্ষণের অভিযোগে কাঠগড়ায় দুই তৃণমূলকর্মী। পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। ধামাচাপা দিতে ব্যস্ত তৃণমূল নেতারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বন্যায় জল নামলেও বাড়ছে ত্রাণের হাহাকার। এবার সেই ত্রাণশিবিরেই বেনজির ঘটনা বন্যার জলে ঘরদোর খুইয়ে নতুন হাটের কমিউনিটি হলের ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন এলাকার বহু মানুষ। সেই ভিড়ে তিনিও ছিলেন। বানের জলে  ঘর হারিয়েছেন। বুধবার সকালে খাবার আনতে গিয়ে ধর্ষণের শিকার হলেন অসহায় মহিলা। দুই দুষ্কৃতীকেই চিনে ফেলেন তিনি। চতুর্দিকে জল জমে থাকায় থানায় যেতে পারছেন না নির্যাতিতা। ফোনে অভিযোগ নিতে নারাজ জীবনতলা থানার পুলিস। আর শাসক দলের নেতারা  ঘটনা ধামাচাপা দিতেই ব্যস্ত বলে অভিযোগ।


শাসক দলের নেতার গলায় অবশ্য অন্য সুর। ত্রাণশিবিরেই এমন ঘটনা নিয়ে সরব বিরোধী দলনেতা। দুই অভিযুক্তর কঠোর শাস্তি চান নির্যাতিতা। গোটা গ্রামেও একই দাবি।