বাধা কাটিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে আবার। ঢেলে সাজছে আলিপুরদুয়ারের রত্নেশ্বর ঝিল। স্থানীয় বাসিন্দাদের আশা, সেখানে আবার ডানা মেলবে পরিযায়ী পাখির দল। নিউ লুকে এই ঝিলই হয়ে উঠবে পর্যটকদের ফেভারিট ডেস্টিনেশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুখার্জিদের ঝিল নামেই একসময় লোকে চিনত। ৩৯ একরের সেই জলাশয়ের নামই পরে হয়  রত্নেশ্বর ঝিল। শীতের রোদ গায়ে মাখা পরিযায়ী পাখিদের দাপাদাপি দেখতে কয়েকবছর আগেও ঝিলপাড়ে ভিড় জমত দেদার। কচুরিপানার বাড়বাড়ন্তে  জল চুরির পর ইদানীং সেই ঝিলই গোরু -ছাগলের আস্তানা ।  উত্তরবঙ্গে পর্যটন বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় বরাদ্দের সৌজন্যেই একসময় ঝিলের সংস্কারে হাত দেয় সরকার। কিন্তু  মাঝপথেই থমকে যায় কাজ।


বিশাল এই ঝিলের চার একর জুড়ে চলছে সংস্কারের কাজ। আর তারই জেরে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। ঝিলের নয়া মেকওভারের হাত ধরেই এলাকার দিনবদলের আশায় এখন দিন গুনছেন স্থানীয় মানুষ।