ওয়েব ডেস্ক: বৈশালী ডালমিয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বেলুড়ের লালবাবা কলেজে। তৃণমূলেরই ছাত্র সংগঠনের অবরোধের মুখে পড়লেন বালির বিধায়ক। বৈশালীর বিরুদ্ধে বহিরাগতেদর দিয়ে মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভিতরে তখন আটক বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। বাইরে সংঘর্ষ চলছে। কলেজের গভর্নিং কমিটির বৈঠকে যোগ দিতে যান বৈশালী। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিধায়ক গভর্নিং কমিটিতে এমন একজনকে ঢোকাতে চাইছেন যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।


বৈশালি ডালমিয়ার দিদিগিরি



কৌশিক ব্যানার্জি, টুম্পা শিকদারের মতো লালবাবার ছাত্রছাত্রীদের অভিযোগ বহিরাগতদের ডেকে এনে তাঁদের মারধর করিয়েছেন বিধায়ক।



অন্যদিকে, ঘেরাও মুক্ত হয়ে বৈশালী পাল্টা অভিযোগ তুলেছেন যে ছাত্রছাত্রীরাই অনৈতিকভাবে কলেজের ভর্তির চেষ্টা করছে। এই অভিযোগ খারিজ করে দিয়েছে ছাত্র সংসদের সম্পাদক তৃণাশ্রী ভট্টাচার্য।



জানা গেছে, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দলের নেতৃত্বের কাছে অভিযোগ জানাতে পারেন বৈশালী ডালমিয়া।


গড়বেতায় তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্ব