স্কুলের ছাদ থেকে পড়ে মৃত রেক্টর, দানা বাঁধছে রহস্য
স্কুলেরই ছাদ থেকে পড়ে মৃত্যু হল রেক্টরের। সিউড়ির, সেন্ট অ্যান্ড্রুজ স্কুলের এই ঘটনা ঘিরে, উঠছে একাধিক প্রশ্ন। তৈরি হয়েছে সংশয়। নিছক দুর্ঘটনা নাকি খুন, তা নিয়েই ধন্ধ। রহস্য আরও ঘনীভূত হয়েছে,
পরিবারের সদস্যদের পরস্পরবিরোধী মন্তব্যে। একটি মৃত্যু। প্রশ্ন অনেক।
সিউড়ির সেন্ট অ্যান্ড্রুজ স্কুলের রেক্টর অ্যালফ্রেড পিটারের রহস্যজনক মৃত্যু। রবিবার রাতে তিনি স্কুলের ছাদ থেকে পড়ে যান। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন রেক্টর। তাঁর সঙ্গে ছিলেন প্রদীপ দাস নামে এক ঘনিষ্ঠ
বন্ধু। তিনিই গুরুতর জখম রেক্টরকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাঁর মৃত্যু হয়। কিন্তু কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন অ্যালফ্রেড পিটার?
অতিরিক্ত মদ্যপানের কারণে বেসামাল হয়ে? নাকি ঠেলে ফেলে দেওয়া হয় রেক্টরকে? মৃতের ভাই তুলেছেন এই খুনের তত্ত্ব। প্রদীপ দাসের নামে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। ভাই একরকম দাবি
করলেও, মৃতের স্ত্রী বলছেন উল্টো কথা। তাঁর দাবি, এটি দুর্ঘটনাই। প্রদীপ দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ এককথায় উড়িয়ে দিয়েছেন তিনি। ভাইয়ের সঙ্গে পারিবারিক অশান্তির ইঙ্গিত দিয়েছেন রেক্টরের স্ত্রী।
এদিকে, হাসপাতাল থেকেই আচমকা বেপাত্তা হয়ে যান অভিযুক্ত প্রদীপ দাস।