ওয়েব ডেস্ক: উপনির্বাচনে তিন কেন্দ্রেই সবুজ ঝড়। তিন আসনেই বড় ব্যবধানে জয়ী তৃণমূল। কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর জমানত জব্দ। মন্তেশ্বরে জমানত জব্দ হয়েছে সিপিএমের। কার্যত নিশ্চিহ্ন বিরোধীরা। উপনির্বাচনে তিন কেন্দ্রেই সবুজ ঝড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ত্রিপুরায় কী হল


এক নজরে তমলুক লোকসভা উপনির্বাচনের ফল


তমলুক লোকসভা আসনে সিপিএমের মন্দিরা পণ্ডাকে প্রায় পাঁচ লক্ষ ভোটে হারিয়ে দিলেন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী। তমলুক লোকসভার মধ্যে সাত বিধানসভাতেই জিতল তৃণমূল। মোট ভোটের হিসাবে দ্বিতীয় স্থানে সিপিএম। তৃতীয় স্থানে বিজেপি।


এক নজরে কোচবিহার লোকসভা উপনির্বাচনের ফল
কোচবিহার লোকসভা আসনে বিজেপির হেমচন্দ্র বর্মনকে চার লাখেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূলের পার্থপ্রতিম রায়। কোচবিহার লোকসভার মধ্যে সাত বিধানসভাতেই এগিয়ে তৃণমূল। মোট ভোটের হিসাবে দ্বিতীয় স্থানে বিজেপি। তৃতীয় ফরওয়ার্ড ব্লক।


কোচবিহার লোকসভা, ফরওয়ার্ড ব্লকের জমানত জব্দ


কমল গুহর জেলা কোচবিহার বরাবরই ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কমল গুহর ছেলে উদয়ন গুহ তৃণমূলে যোগ দেওয়ায় জেলায় দুর্বল হয়েছে ফরওয়ার্ড ব্লক। এ বার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল তৃণমূল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট ভোটের ছয় শতাংশের কম পাওয়ায় কোচবিহারে জমানত জব্দ হল ফরওয়ার্ড ব্লকের।


মন্তেশর বিধানসভা উপনির্বাচনের ফল


মন্তেশ্বর বিধানসভা আসনে সিপিএমের ওসমান গনি সরকারকে এক লাখ ২৭ হাজার ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূলের সৈকত পাঁজা। মোট ভোটের হিসাবে দ্বিতীয় স্থানে সিপিএম। তৃতীয় স্থানে বিজেপি। মন্তেশ্বর বিধানসভা, সিপিএমের জমানত জব্দ হয়েছে। সঙ্গে কংগ্রেস, বিজেপির জমানত জব্দ।


গ্রামীণ বর্ধমান একসময় ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। গত বিধানসভা ভোটেও মন্তেশ্বরে মাত্র সাতশো ছয় ভোটে জেতে তৃণমূল। সেখানে এ বার সিপিএমের জমানত জব্দ হওয়ায় খুশি তৃণমূল নেতারা।


বিধানসভা উপনির্বাচনে মন্তেশ্বরে এক লাখের বেশি ভোট বাড়িয়েছে তৃণমূল। গত লোকসভার তুলনায় তমলুকে দ্বিগুণ, কোচবিহারে চার গুণেরও বেশি ভোটে জয়ী হয়েছেন ঘাসফুলের প্রার্থীরা। শাসকদলের দাবি, রাজ্যে বিরোধীরা যে ক্রমশ প্রান্তিক শক্তিতে পরিণত হচ্ছেন, উপনির্বাচনের ফলাফলই তা প্রমাণ করছে।