ওয়েব ডেস্ক:  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী কাল, ৫ তারিখ, বেলা দেড়টা নাগাদ, সল্টলেকে বোর্ডের অফিসে এক সাংবাদিক সম্মেলনের পর বিকাল ৪টে থেকে বিভিন্ন ওয়েবসাইট ও SMS-এর মাধ্যেমে ২০১৬ সালের ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসির ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষার ফলাফল জানা যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা(WBJEEM-2016)-র ফলাফল জানা যাবে নীচের সবকটি ওয়েবসাইটেই-


১)www.wbjeeb.nic.in


২) www.exametc.com


৩) www.examresults.net


৪) www.indiaresults.com


৫) www.westbengaleducation.net


৬) www.results.westbengaleducation.net


 


এছাড়াও পরীক্ষার্থীরা আগে থেকেই www.exametc.com ওয়েবসাইটে তাদের নাম ও ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে রাখলে বিণামূল্যে তাদের ফলাফল জানানো হবে SMSএর মাধ্যমে, রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে।


 


এর পাশাপাশি, যেসব পরীক্ষার্থীরা ইতিমধ্যেই রেজিস্টার্ড, তাঁরা ৫৪২৪২, ৫৬২৬৩ এবং ৫৬৭৬৭৫০ নাম্বারে WBJEE<space>roll no. এইভাবে SMS করলেও ফল জানতে পারবেন।