ওয়েব ডেস্ক: আজ ভোট পরীক্ষা টাকার অঙ্কে হেভিওয়েটদের। জঙ্গল মহলে তিন কোটিপতি প্রার্থী লড়ছেন 'সর্বহারা'দের বিরুদ্ধে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের বাদ্যি বেজেছে রাজ্যে। ক্ষমতা-মমতা-জোট-ঘোঁটের তর্কে বিতর্কে কে পাস আর কে ডাহা ফেল তার পরীক্ষা শুরু হয়েছে আজই। ৪ এপ্রিল, সোমবার থেকেই শুরু প্রথম দফা। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর, তিন জেলার ১৮ বিধানসভা কেন্দ্রে ভোট আজ। প্রথম দফার ভোটেই পরীক্ষা দিচ্ছেন তৃণমূলের হেভিওয়েটরা। এমন কিছু নেতা, নেত্রী আজ ভোটে তৃণমূলের হয়ে প্রতিদন্দ্বিতা করছেন, যারা খবরেরে কাগজে কিংবা লোকমুখে তেমন একটা হেভিওয়েট নন, তবে হেভিওয়েট টাকার অঙ্কে।


জঙ্গলমহলের বিধায়কদের টাকার পরিমাণ যেভাবে বেড়েছে তাতে চক্ষু চড়ক গাছ শাসক দলেরই। প্রার্থীদের জমা দেওয়া হলফনামায় যে তথ্য তাঁরা পেশ করেছে, সেই পরিসংখ্যান অনুযায়ী তৃণমূলের সব থেকে ধনী ভোট ক্যান্ডিডেটদের মধ্যে প্রথম দফার ভোটেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ কোটিপতি প্রার্থী। এদের মধ্যে সর্বোচ্চ সম্পত্তি বাঁকুড়া জেলার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীর। ৪০ কোটি টাকার মালিক সমীর চক্রবর্তী ওরফে বুয়ার পরীক্ষা  আজ। ২০১৪ লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল।