ওয়েব ডেস্ক : ঘন কুয়াশায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখতে না পেয়ে দুর্ঘটনা ঘটল বর্ধমানের শক্তিগড়ে। সামলাতে গিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারল বর্ধমান থেকে কলকাতার দিকে আসা রাজ্য পরিবহন নিগমের বাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনায় আহত হয়েছেন ৭জন। একজনের পা বাদ গিয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের আনা হচ্ছে SSKM হাসপাতালে।


আরও পড়ুন, গভীর রাতে সেক্টর ফাইভের DN ব্লকে আগুন


ভয়াবহ অগ্নিকাণ্ড পাতিপুকুরে, ভস্মীভূত ২০টি বাড়ি


বিডন স্ট্রিটের হোসিয়ারি কারখানায় আগুন, অল্পের জন্য রক্ষা বাসিন্দাদের


মাধ্যমিকে ভালো রেজাল্ট করার স্বপ্ন নিয়েই অকালে ঝরে গেল প্রিয়ার প্রাণ!