ওয়েব ডেস্ক : তিনটি দরজার তালা কেটে, ভল্ট ভেঙে তমলুকের সমবায় সমিতিতে অবাধে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। গতরাতে উদয়পুর রবীন্দ্র সমবায় সমিতিতে হানা দেয় দুষ্কৃতীদল। গ্রাহকদের নথি ও সমিতির কাগজপত্র তছনছ করে তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপর ভল্ট ভেঙে নতুন ও পুরনো নোট নিয়ে চম্পট দেয়। সকালে দরজা ভাঙা দেখে পুলিসে খবর দেন স্থানীয়রা। নোট বাতিলের পর উদয়পুর সহ আশেপাশের বহু গ্রামের মানুষ টাকা জমা দিয়েছিলেন সমিতিতে। টাকা ফেরত পাওয়া নিয়ে এখন দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা।


পড়ুন, হাওড়ায় ছিনতাইবাজি


অচৈতন্য অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার