ওয়েব ডেস্ক: হাসপাতালে বর্ষবরণ প্রস্তুতি। গত কয়েক বছর ধরে এই ভাবেই একত্রিশে ডিসেম্বর সেজে ওঠে রায়গঞ্জ জেলা হাসপাতাল। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডকে সাজিয়ে তোলেন আয়া, নার্স, সাফাই কর্মীরা। কোন ওয়ার্ড কতো ভালো সেজেছে তাই নিয়ে  রেষারেষি যে নেই এমনটা নয়। তবে হাসপাতালে নতুন বর্ষ উদযাপনে রোগীদের ম্লান মুখে যে হাসি ফোটে তা নিয়ে দ্বিমত নেই কারও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিষ্ণুপুর গণধর্ষণে মূল অভিযুক্ত সুধেন্দু পালকে গ্রেফতার করল পুলিস


বেলুন, রঙিন ঝালরের পাশাপাশি ফেলে দেওয়া স্যালাইন পাইপ, ইঞ্জেকশনের শিশি দিয়েও সাজানো হয়েছে। যেকোনও ছুটির দিন, উত্‍সবের দিন হাসপাতালে চিকিত্‍সক, চিকিত্‍সাকর্মীদের দেখা পাওয়া ভাগ্যের কথা। এমন অভিযোগ হরবখত শোনা যায়। রায়গঞ্জ হাসপাতালে সে অভিযোগ ওঠে না এমনটা নয়। কিন্তু সেই সঙ্গে মানবিকতা এই রূপটাও দেখা যায়।