ওয়েব ডেস্ক: সরিয়ে দেওয়া হল শান্তিপুর থানার ওসি পার্থ রায়কে। কংগ্রেস সিপিএম-জোটের পক্ষ থেকে ওসির বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়। ভোটে দাড়ানোর পর থেকেই জোট প্রার্থী কংগ্রেস নেতা অরিন্দম ভট্টাচার্য সরাসরি স্থানীয় ওসি পার্থ রায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। মঙ্গলবার পুলিসের বিরুদ্ধে ঠারেঠোরে হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগ আনেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অরিন্দমের অভিযোগ, মঙ্গলবার শান্তিপুর ২০ নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা নজরুল বিশ্বাসের বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাস্থলে পুলিসের কাছে অভিযুক্তদের নাম জানান অরিন্দম। পুলিস ঘটনাস্থল ছাড়ার কিছুই পরেই ফের হামলা চালায় দুষ্কৃতীরা। অরিন্দমের অভিযোগ, তাঁকে প্রাণে মারার চেষ্টা হয়। ভাঙচুর করা হয় গাড়ি।


এরপরই শান্তিপুরের ডাকঘর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জোট সমর্থকরা। তৃণমূল প্রার্থী অজয় দে পুলিস ও তৃণমূলের আঁতাতের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি ভোটের মুখে নাটক করছে কংগ্রেস সিপিএম। কংগ্রেস-সিপিএম জোটের আন্দোলনের ঘণ্টাখানেক পরেই নির্বাচন কমিশনের তরফ থেকে ওসি পার্থ রায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।