ওয়েব ডেস্ক : স্যাটেলাইট ফোন থুরাইয়ার ব্যবহার ভারতে নিষিদ্ধ।  সিগন্যাল ধরা পড়তে দেরি হয় বলে এমন ফোন ব্যবহার করে সন্ত্রাসবাদীরা। কলকাতায় উপকূলরক্ষী বাহিনীর সদর দফতরের অফিসারেরা  আজ এমনই একটি স্যাটেলাইট ফোন ব্যবহারের  সঙ্কেত পান।


তদন্ত করে তাঁরা দেখতে পান ভারতের জলসীমায় পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ফোনটি ব্যবহার করা হচ্ছে। এরপরই উপকূলরক্ষী বাহিনী তল্লাশি চালিয়ে জানতে পারে পারাদ্বীপের কাছে সমুদ্রে একটি বাণিজ্যিক জাহাজে ব্যাবহার করা হচ্ছে ওই ফোন। অনুমতি ছাড়াই ফোনটি ব্যবহার করা হচ্ছিল সিঙ্গাপুর থেকে আসা জাহাজে। বিধি ভাঙার দায়ে  জাহাজেরএক অফিসার সহ  চারজনকে আটক করা হয়েছে।