ওয়েব ডেস্ক:  শ্রীরামপুর কলেজে সংঘর্ষের ঘটনায় নতুন মোড়। কড়া পদক্ষেপ নিল টিএমসি নেতৃত্ব। টিএমসিপি জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভাশিস সাউকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


গতকালই ছাত্র সংসদের ক্ষমতা দখলকে কেন্দ্র করে টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে শ্রীরামপুর কলেজ। সংঘর্ষে জখম হন দুই গোষ্ঠীর পাঁচজন। ছাত্র সংসদের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়।


টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষে উত্তাল শ্রীরামপুর কলেজ


ছাত্র সংসদের সভাপতির পদ থেকে সোনিয়া সিংকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। সোনিয়াকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সঞ্জিত রামকে। এরপরেই দুই গোষ্ঠীর সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় দলের নেতাদের। সোনিয়া সিং,  শুভাশিস সাউ অনুগামী বলে এলাকায় পরিচিত।