ওয়েব ডেস্ক: শুধু পুরীই নয়, এ রাজ্যেও রথ উপলক্ষ্যে সাজো সাজো রব। বিশেষ করে বিখ্যাত, ৬০০ বছরেরও বেশি পুরনো শ্রীরামপুরের মাহেশের রথ। এখানকার রথটি প্রায় ১২৯ বছর পুরনো। ঐতিহ্যমণ্ডিত এই রথযাত্রা ঘিরে বহু মানুষের ভিড় হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মায়াপুরেও ইসকনের রথ ঘিরে প্রতিবছরের মতো এবারও উন্মাদনা তুঙ্গে। দেশ-বিদেশ থেকে এখানে ভিড় করেন বহু ভক্ত। এর বাইরে, হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রাও ধারে-ভারে কম যায় না। এখানে রথের বিশেষ আকর্ষণ, ভাণ্ডার লুঠ। দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম হয় রথ উপলক্ষ্যে।


নৈহাটির কাঁঠালপাড়ায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির রথযাত্রাও উল্লেখযোগ্য। গৃহদেবতা বিজয় রাধাবল্লভ জিউর রথযাত্রা এখানে আজও সাড়ম্বরে পালিত হয়। বসে রথের মেলা। প্রথা অনুযায়ী, এই রথে জগন্নাথ নন, ওঠেন রাধাবল্লভ ও বলরাম।