প্রাথমিকে নিয়োগ নিয়ে বর্ধমান-বীরভূমে বিক্ষোভ চলছেই
বর্ধমানে প্রাথমিক কর্মপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। নিয়োগ পত্র দেওয়ার দাবিতে গতকাল বিকেল থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। রাতভর বিক্ষোভ কর্মসূচি চলার পর আজ সকালেও অবস্থানে সামিল চাকরি প্রার্থীরা।
ওয়েব ডেস্ক : বর্ধমানে প্রাথমিক কর্মপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। নিয়োগ পত্র দেওয়ার দাবিতে গতকাল বিকেল থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। রাতভর বিক্ষোভ কর্মসূচি চলার পর আজ সকালেও অবস্থানে সামিল চাকরি প্রার্থীরা।
অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাল এসএফআই সমর্থকরা। বর্ধমানের মত বীরভূমেও জেলাশাসক দপ্তরের সামনে এসএফআই সমর্থকরা বিক্ষোভ দেখান । তাঁদের দাবি নিয়োগে স্বচ্ছতা প্রমাণে অবিলম্বে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের নাম প্রকাশ্যে আনতে হবে। এই বিষয়ে একটি স্মারকলিপিও জেলাশাসকের কাছে জমা দেন বিক্ষোভাকারীরা।
আরও পড়ুন, ২৮ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক