ওয়েব ডেস্ক : কথায় বলে ভাঙা কাঁচ আর ভাঙ মন কখনও জোড়া লাগে না। কিন্তু সেই অসাধ্যসাধনটাই করে চলেছেন কৃষ্ণনগরের বাবলি মুখার্জি। ভাঙা সংসার জোড়া লাগানোর কাজ করে চলেছেন বাবলি। এ পর্যন্ত ৩২৮টি সংসার জোড়া লাগিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুনিয়া জুড়ে বাড়ছে ডিভোর্স। পারিবারিক অশান্তি, গার্হস্থ্য হিংসার অভিযোগ প্রায়দিনই খবরের শিরোনামে। তার মধ্যে  কেমন করে এই অসাধ্য সাধন করছেন ঘূর্ণির এই বাসিন্দা? বিচ্ছেদের মামলা চলছে এমন দম্পতিদের কাউন্সেলিং করেন বাবলি। শুধু কৃষ্ণনগর বা নদিয়াই নয়। গোটা রাজ্যে এই কাউন্সিলিং করেন তিনি। পাশে পেয়েছেন পরিবারকে।


সমস্যা হলে সাহায্য করে পুলিস প্রশাসনও।  দরিদ্র দম্পতিদের থেকে কোনও পারিশ্রমিকও নেন না তিনি। আর এই বিরাট কাজে বাবলি মুখার্জির সোজা সাপটা দর্শন, সব সংসার সুখী হলে , শান্তি আসবে পৃথিবীতেও। আর সেই শান্তির লক্ষ্যেই এগিয়ে চলেছেন বাবলি। 


আরও পড়ুন, কীভাবে আপনার প্যান কার্ডটি আধারের সঙ্গে লিংক করবেন, জেনে নিন