ওয়েব ডেস্ক: ভোটের বাকি, আর মাত্র কটা দিন। তার আগে হাড় হিম হয়ে যাওয়ার অবস্থা নানুরে। ছবিই বলে দিচ্ছে, ভোটের আগে ঠিক কী পরিস্থিতি বীরভূমের এই গ্রামটির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাঁধে বন্দুক। প্রকাশ্য রাস্তায় চলছে টহল। ঘরের দরজা-জানালা বন্ধ করে ভয়ে মুখ লুকোতে ব্যস্ত গ্রামবাসীরা। বোঝাই যাচ্ছে, ভোট এসে গেছে। তাই গ্রামে হাজির বন্দুক বাহিনী।


একটু এগোলেই সামনে আর এক দৃশ্য। খোলা মাঠ। চলছে চাষবাদ। তারই মধ্যে একটু ফাঁকা জায়গায় রীতিমতো পসরা সাজিয়ে বসে চলছে বোমা বাঁধার কাজ। একটার পর একটা করে তৈরি হয়ে চলেছে বোমা। এদের ভাষায়, ভোটযুদ্ধে ব্যবহারের এটাই নাকি সেরা অস্ত্র! তাই ভোটের আগে টার্গেট গ্রাম দখল। নানুর সহ আশেপাশের বহু গ্রামে এখন দাপিয়ে বেড়াচ্ছে এরাই। কেউ টুঁ শব্দ করলে, জুটছে হুমকি।