কলকাতা : বয়স সাতাশ বছর। লম্বায় আট ফুট। দিনমজুর পরিবারের মেয়ে। ঠিকমতো খাবারও জোটে না দক্ষিণ দিনাজপুরের বংশীহাটের সিদ্দিকা পরভিনের। খেতে না পেয়ে পেয়ে এখন আর ভালো করে হাঁটতেও পারেন না সিদ্দিকা। প্রয়োজনমতো চিকিত্সা হয়নি তাঁর। অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চান তিনি। পেটপুরে খাবার। আর একটু ভালো করে বাঁচার তাগিদ এই তরুণীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাইশ বছরে ব্রেন টিউমার অপারেশন হয় সিদ্দিকা পরভিনের। হরমোনের কোনও চিকিত্সা হয়নি। হালে পাঁচ ছদিন হল নাক দিয়ে রক্ত পড়ছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা করাতে গিয়েছিলেন সিদ্দিকা। অভিযোগ, চিকিত্সার বদলে তাঁর ছবি তুলতেই ব্যস্ত থেকেছেন ডাক্তাররা। কারণ তাঁর অস্বাভাবিক উচ্চতা। সাহায্য চাইতে জেলা প্রশাসনেরও দ্বারস্থ হয় সিদ্দিকার পরিবার। অভিযোগ, সেখান থেকেও মেলেনি সাহায্য। তাই এবার তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান।