ওয়েব ডেস্ক: নিজের দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সাসপেন্ড তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগই এবারের ভোটে বিরোধীদের বড় হাতিয়ার। দ্বিতীয় দফার নির্বাচনে নজরকাড়া কেন্দ্র সিউড়ি। বীরভূমের সদর শহর সিউড়ির পরিচিতি সুস্বাদু মোরব্বায়। সিউড়ির ছাব্বিশ শতাংশ সংখ্যালঘু ভোট নির্বাচনে বড় ফ্যাক্টর। তৃণমূল পরিচালিত সিউড়ি বিধানসভায় কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে দল থেকে সাসপেন্ড হন বিদায়ী বিধায়ক স্বপনকান্তি ঘোষ। ২০১১-র বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থীকে উনিশ হাজার ভোটে হারিয়ে দেন তিনি। ২০১৪-র লোকসভা ভোটে সিউড়ি বিধানসভা কেন্দ্রে বামেদের চেয়ে আঠারো হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বপনকান্তির বদলে এবার তৃণমূল প্রার্থী অশোক চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে জোট প্রার্থী প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। লোকসভা নির্বাচনে হারের পর সিউড়িতে ফের ভাগ্য পরীক্ষায় বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল বলছে, সিউড়িতে তৃণমূল-সিপিএম দ্বিমুখী লড়াই। তবে, বিজেপি কার ভোট কতটা কাটবে বা বিজেপি থেকে কতটা ভোট কার ঘরে ফিরে যাবে তার ওপর নির্ভর করছে দুই প্রার্থীর ভাগ্য।


উন্নয়নের ইস্যুতে ভোট চাইছেন তৃণমূল প্রার্থী। বিরোধীরাও নানা ইস্যুতে বিঁধছেন শাসকদলকে। তৃণমূল পরিচালিত সিউড়ি বিধানসভায় জল প্রকল্প ও বস্তি উন্নয়নে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ-প্রচারে বিরোধীদের বড় ইস্যু। ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। আশাবাদী তিন প্রার্থীই। দলীয় বিধায়ক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজনৈতিক সন্ন্যাস নিয়েছেন। মুখরক্ষায় সিউড়িতে এবার শাসকদলের প্রেস্টিজ ফাইট।