ওয়েব ডেস্ক: স্মার্ট ইন্ডিয়ার জন্যে এবার স্মার্ট টোল কালেকশন। প্রিপেড ব্যবস্থায় গাড়িতে লাগানো হবে  বারকোড। টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় মেট্রোর স্মার্ট কার্ডের মত টাকা কেটে নেওয়া হবে। টাকার অঙ্ক শেষ হলে নতুন করে কার্ডে টাকা ভরে নিলেই হল। টোল প্লাজায় লাইন দিয়ে ট্যাক্স দেওয়ার ঝক্কি শেষ। টোল প্লাজায় ভিড়। হাইওয়েতে লম্বা গাড়ির লাইন।  এমন দৃশ্য হামেশাই দেখা যায়। গাড়ি থামিয়ে টোল ট্যাক্স দিয়ে রসিদ নিতে নষ্ট হয় অনেকটা সময়। সেই ছবি এবার পাল্টে যাচ্ছে এরাজ্যেও।


টোল ট্যাক্স এখন অনেক স্মার্ট। নগদ দিয়ে রসিদ নেওয়ার দিন শেষ। তার বদলে প্রিপেড বা মেট্রোর স্মার্ট কার্ডের মত ব্যবস্থা চালু হল। যাত্রীরা প্রিপেড বারকোড পাবেন যা গাড়িতে লাগানো থাকবে। টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় সেই বারকোড স্ক্যান হয়ে নির্ধারিত টাকা কেটে নেওয়া হবে। শনিবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ডানকুনি টোল প্লাজায় নতুন ইলেকট্রনিক ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাজ্যে জাতীয় সড়কের ওপর থাকা চোদ্দটি টোল প্লাজার মধ্যে তেরোটিতেই চালু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন। দেশজুড়ে দুশো সত্তরটি টোল প্লাজায় চালু হয়েছে এই ব্যবস্থা। বেশিরভাগ টোল প্লাজাতেই থাকবে কার্ড রিফিলের ব্যবস্থা। তাই খুশি যাত্রীরাও।