ওয়েব ডেস্ক : শিশুপাচার যোগের ছায়া আরও গভীর কোচবিহারে। ধৃত এক ডাক্তারকে জেরা করে এবার উদ্ধার হল, আরও একটি শিশু। এনিয়ে শুধু এই জেলাতেই উদ্ধার হওয়া শিশুর সংখ্যা দাঁড়াল তিন। শিশুটিকে তুলে দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বয়স সবে এক বছর পেরিয়েছে। পাচারকারীদের খপ্পরে পড়ে, এই ফুটফুটে শিশুটিই আপনজনের স্নেহ-ভালবাসা থেকে বঞ্চিত। শিশুপাচারকাণ্ডে ধৃত চিকিত্সক এন মহাপাত্রকে জেরা করে শিশুটি সম্পর্কে সূত্র মেল। কোচবিহার শহর সংলগ্ন মহিষবাথানে, সাথী আচার্যের বাড়ি থেকে উদ্ধার হয় ১৪ মাসের ওই শিশু। সাথী আচার্যের বাড়ি থেকে এর আগেও উদ্ধার হয় দুই শিশুকন্যা। শিশুপাচার-যোগে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে সাথী আচার্য।


সাথীর কাছে কেন ছিল এতগুলি শিশু, এনিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা তৈরি হয়। সাথীকে জিজ্ঞাসাবাদেও মেলে পরস্পরবিরোধী তথ্য। কাটেনি ধন্দ।  
এই পাচারকাণ্ডের যোগ কত গভীরে, জেলায় আর কোথায় ছড়িয়ে শাখা-প্রশাখা, এখন এই প্রশ্নগুলিই ভাবাচ্ছে গোয়েন্দাদের।