ওয়েব ডেস্ক : ২৪ ঘণ্টার খবরের জের। ২০ ঘণ্টার টালবাহানার পর শেষপর্যন্ত মাদক ও জালনোট কারবারে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিল মাটিগাড়া থানা। গতকাল মাটিগাড়া রেলগেট এলাকা থেকে মানিক রায় ওরফে সমসেরা নামে এক ব্যক্তিকে ধরে SSB। উদ্ধার হয় ১৫ গ্রাম ব্রাউন সুগার ও ৩টি ৫০০ টাকার জাল নোট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অভিযুক্তকে নিচ্ছে না থানা, বিপাকে SSB জওয়ানরা


নিয়ম অনুযায়ী, SSB কাউকে ধরলে অভিযুক্তকে স্থানীয় থানার হাতে তুলে দেওয়া নিয়ম। গতকাল বিকেলে মাটিগারা থানায় অভিযুক্তকে নিয়ে হাজির হন জওয়ানরা। কিন্তু তাকে হেফাজতে নিতে রাজি হয়নি পুলিস। শিলিগুড়ির কমিশনারকে বিষয়টি জানানো হলেও সুরাহা হয়নি। দাবি SSB-র ৪৪ নং ব্যাটেলিয়নের সেকেন্ড কমান্ডিং অফিসার ডিকে সিংয়ের। পুলিসের বক্তব্য, অনুমতি না নিয়ে থানা এলাকায় ঢুকে অভিযান চালিয়েছে  SSB। তাই নেওয়া  অভিযুক্তকে নেওয়া হয়নি। শেষ পর্যন্ত ২৪ ঘণ্টার খবরের জেরে অভিযুক্তকে নিতে বাধ্য হয় পুলিস।