ওয়েব ডেস্ক: প্রায় প্রতিদিনই আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে উধাও হয়ে যায়  হাঁস, মুরগি, ছাগল। কিন্তু চোর আর ধরা পড়ে না। তবে চোর ধরতে পুলিসে খবর না দিয়ে নিজেরাই  গ্রামে পাহারা বসিয়েছিলেন গ্রামবাসীরা।  তাতেও বন্ধ করা যায়নি হাঁস, ছাগল, মুর্গির উধাও হয়ে যাওযা।  শেষ পর্যন্ত অবশ্য কারণ জানা গেল। চুরির পেছনে সর্প বাহিনী। গ্রামের পাশেই বাস করে অজগর ফ্যামিলি। কুমারগ্রামের পাশে ঘোলানি নদীর ধারে একটি গাছের গোড়ায় রয়েছে বিশাল গর্ত। আর সেই গর্তেই বাস করে সাত থেকে আটটি অজগর। তাদেরই গ্রাসে যেত উধাও হওয়া হাস-মুরগি-ছাগল। এখন গ্রামের প্রায় সকলেই প্রতিদিনই ভিড় করছেন সাপ দেখতে। খবর গেছে বন দফতরেও। বনকর্মীরা জানিয়েছেন, সাপ ধরা পড়লে ছেড়ে আসা হবে বক্সার জঙ্গলে।