ওয়েব ডেস্ক: বিকল্প শক্তি হিসেবে সৌরশক্তিকে ব্যবহার করতে অভিনব উদ্যোগ সরকারের। আগামী পাঁচ বছরে সৌরশক্তির আওতায় আনা হচ্ছে রাজ্যের এক হাজার স্কুল। অফিসবাড়িতেও বসছে সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহারে বরাবরই জোর দিয়েছে রাজ্য সরকার। এবার আরও এক ধাপ এগিয়ে স্কুল ও অফিসবাড়ির ছাদে সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট বসাচ্ছে বিদ্যুত্‍ দফতর। 


আগামী বছরে রাজ্যের এক হাজারটি স্কুলবাড়ির ছাদে সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট বসানো হচ্ছে। এ ক্ষেত্রে শহরের স্কুলগুলির সম্ভাবনা কম। কারণ, সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্যানেলে আলো লাগলেই বসানো যাবে সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট। সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট বসানোর চেষ্টা হচ্ছে রাজ্যের সমস্ত সরকারি অফিসের ছাদেও। ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভলপমেন্ট স্কিমে, রাজ্য বিদ্যুত্‍ বণ্টন সংস্থা এর জন্য চলতি আর্থিক বছরে খরচ করবে ৪৩ কোটি টাকা। 


এর ফলে কী সুবিধা হবে? 
সরকারের আশা, এর ফলে এই সমস্ত প্রতিষ্ঠানের বিদ্যুত্‍ বিলও অনেকটাই কমবে। বিকল্প শক্তি হিসেবে সৌরশক্তি ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে উত্সাহ বাড়বে। 
বিদ্যুত্‍ দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই তিনশো দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে।