ওয়েব ডেস্ক : নির্বাচনী প্রচারে আজ রাজ্যে কংগ্রেস সভানেত্রী। আগামী ৩০ এপ্রিল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। তারই প্রচারে আজ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও হুগলীর শ্রীরামপুরে সভা করবেন কংগ্রেস সভানেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুপুর আড়াইটেয় ক্যানিংয়ে সভা করার কথা সোনিয়া গান্ধীর। শ্রীরামপুরের সভাটি হবে বিকেল সাড়ে ৪টেয়। ষষ্ঠ দিনের ভোটের আগে কংগ্রেস সভানেত্রী কী বার্তা দেন, তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে।


ভোট যত এগোচ্ছে ততই সুর চড়াচ্ছে কংগ্রেস হাইকমান্ড। গত ২৩ এপ্রিল রাজ্যে তিনটি জনসভায় জোটের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন রাহুল গান্ধী। তীব্র ভাষায় বিঁধেছিলেন তৃণমূল সরকারকে।