ওয়েব ডেস্ক: অবশেষে হাজির সেই দিন। আজ তারকাদের পরীক্ষার ফল প্রকাশ। রাজ্যে দ্বিতীয়বারের জন্য সরকার গড়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ট্রেন্ড যা, তাতে ডবল সেঞ্চুরি একপ্রকার নিশ্চিত। একের পর এক আসন থেকে জয়ের খবর আসতে শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে দেখে নিন ভোটের পরীক্ষায় তারকাদের কেমন ফলাফল হল-


বৈশালী ডালমিয়া তৃণমূল বালি জয়ী।


লক্ষ্মীরতন শুক্লা তৃণমূল হাওড়া উত্তর জয়ী।


চিরঞ্জিত্‌ চক্রবর্তী- তৃণমূল- বারাসত- জয়ী।


ইন্দ্রনীল সেন- তৃণমূল- চন্দননগর- জয়ী।


লকেট চট্টোপাধ্যায়- বিজেপি- ময়ূরেশ্বর- পরাজিত।


সোহম চক্রবর্তী- তৃণমূল- বরজোড়া- পরাজিত।


দেবশ্রী রায় তৃণমূল রায়দিঘি জয়ী।


বাইচুং ভুটিয়া তৃণমূল শিলিগুড়ি পরাজিত।


সৌমিত্র রায় তৃণমূল চাঁচোল পিছিয়ে।


পাণ্ডুয়া থেকে রহিম নবি পরাজিত


হাওড়া উত্তর থেকে পরাজিত বিজেপি তারকা প্রার্থী রূপা গাঙ্গুলী।