ওয়েব ডেস্ক: সরকারি কর্মী বা অফিসারদের গাফিলতিতে সাধারণ মানুষ পরিষেবা না পেলে এবার কড়া পদক্ষেপ নেবে রাজ্য। তেমন হলে দোষীদের শাস্তি দেওয়া হবে। লাল ফিতের ফাঁসে কোনও ভাবে সাধারণের হয়রানি মানা হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সময় মতো সরকারি পরিষেবা সাধারণ মানুষকে পৌছে দিতে হবে। এই লক্ষ্যে ৩ বছর আগে জনপরিষেবা আইন তৈরি করে রাজ্য সরকার। কর্মীদের পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে প্রক্ষিণও দেওয়া হয়। তবে, ওই পর্যন্তই। অধিকাংশ দফতরেই এ কাজ শুরু হয়নি। অভিযোগ তুলেছেন খোদ ক্রেতা সুরক্ষা মন্ত্রী। কী অবস্থায় রয়েছে জেলায় জেলায় সরকারি দফতরগুলি?  মানুষের অভাব অভিযোগ মেটাতে কতটা প্রস্তুত তাঁরা, দেখতে জেলায় জেলায় পরিদর্শনে জাবেন দায়িত্বপ্রাপ্ত কমিশনার। কোনও কর্মী দোষী হলে তাঁর শাস্তিও হবে।


টার্গেট একটাই মানুষ সরকারের কাছে কোনও কাজের জন্য এলে তাদের ফেরানো যাবে না। বলছেন, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। কন্যাশ্রী, খাদ্যাসথীর মতো প্রকল্পগুলি সরকারের জনপ্রিয়তা বাড়িয়েছে। সেকেন্ড ইনিংসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্য সকলের কাছে পরিষেবা পৌছে দেওয়া। সরকারি কাজের লাল ফিতের ফাঁসে যাতে কারোর হয়রানি না হয়, এখন সেদিকে কড়া দৃষ্টি সরকারের।