ওয়েব ডেস্ক : ভাঙড়কাণ্ডের জের। ৩০ কাঠার বেশি জমি নিয়ে বিদ্যুতের সাবস্টেশন  হবে না। সিদ্ধান্ত নিল রাজ্যের বিদ্যুত্‍ দফতর। ভাঙড়ে ২টি সাব-স্টেশন তৈরির জন্য এর আগে অধিগ্রহণ করা হয়েছিল ১৩ একর অর্থাত্‍ ৭৮০ কাঠা জমি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাব-স্টেশনের কাজ শেষ হয়ে গেলেও, জমি-বিক্ষোভ মাথাচাড়া দেয়। সম্প্রতি অশান্ত হয়ে ওঠে ভাঙড়। সরকারকে ঘোষণা করতে হয়, পাওয়ার গ্রিডের কাজ আর হবে না। জোর করে জমি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই ঘোষিত নীতি। ভাঙড়-পর্বের জেরেই এবার বিদ্যুত্‍ দফতর জমি নেওয়ার ক্ষেত্রে এই নয়া নির্দেশিকা জারি করল বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন, নেওড়াভ্যালিতে লেন্সবন্দি রয়্যাল বেঙ্গল!