মঙ্গলকোটে উদ্ধার জঙ্গিদের ন্যানোয় মিলল সেনাবাহিনীর স্টিকার। সন্দেহভাজন জঙ্গি ইউসুফ ও বোরহান যে গাড়িতে চড়ত তার উইন্ডস্ক্রিনে নাসিকের আর্টিলারি সেন্টারের স্টিকার। স্টিকার রহস্য জন্ম দিচ্ছে নতুন জল্পনার। মঙ্গলকোটের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে পড়ে এই গাড়ি। জঙ্গিদের গাড়ি আপাতত NIA-র হেফাজতে। গাড়ির উইন্ডস্ক্রিনে প্রায় বিবর্ণ হয়ে যাওয়া একটি স্টিকার। কী রয়েছে তাতে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুহাজার আট সালের ৭ই এপ্রিল হয়েছিল আর্টিলারি সেন্টারের ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে। অনুষ্ঠানের কয়েকমাস আগেই বাজারে এসেছিল ন্যানো গাড়ি। জঙ্গিডেরায় উদ্ধার ন্যানো গাড়িতে সেনাবাহিনীর ঐতিহ্যশালী প্রশিক্ষণ কেন্দ্রের স্টিকার এল কী করে? তিনটি সম্ভবনার কথা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


প্রথম সম্ভবনা, আর্টিলারি সেন্টারের ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এমন কোনও ব্যক্তির গাড়ি হাতবদল হয়ে এসেছে জঙ্গিদের কাছে
দ্বিতীয় সম্ভবনা, স্টিকারটি ব্যবহারের উদ্দেশ্য নিয়েই পরিকল্পিতভাবে এই গাড়িটি চুরি করা হয়েছিল
তৃতীয় সম্ভবনা, স্টিকারটি জাল। কোনওভাবে তা সংগ্রহ করেছিল জঙ্গিরা


স্টিকার রহস্যের সমাধানে নাসিকের আর্টিলারি সেন্টারে যোগাযোগের কথা ভাবছেন তদন্তকারীরা।